ছড় ছড় করে ছড়া লেখা
এখন তো আর হয় না,
লিখতে হবে ছড়া তোমায়
কবিতার মা'র বায়না।
কবিতাকে কত বলি
বুঝাও তোমার মাকে,
ছড়া আমার আসে না তো
চলে গেছে বাঁকে।
কে শোনে তো, কার কথা ভাই
লিখতে হবে ছড়া,
কবিতার মা'র চাপে পড়ে
খেয়ে গেলাম ধরা।
কী আর করা, লিখব ছড়া
ধরছি কলম হাতে,
লিখলাম যেই একটি ছড়া
শত খুশি তাতে।
No comments