Header Ads

বিদ্রোহী নজরুল

সাহাদাত সাঈদ


সাহিত্য বনে তুমি
রয়েল-বেঙ্গল টাইগার,
কম্পিত ভয়ে বৃটিশপতি
দেখে তোমার হুংকার।

ছুতো-নাতা খোঁজে তোমার
করতে কারারুদ্ধ,
অবশেষে ইস্যু ঘেটে
করল তোমায় বদ্ধ। 

আগুনকে কার সাধ্য বল
রাখবে চাপিয়ে,
তেমনি তোমায় পারে নিকো
রাখতে দাবিয়ে।

 কাব্য-বাগে ফুটালে তুমি
সাম্য-মৈত্রীর ফুল,
তাইতো তোমার উপাধি হল
বিদ্রোহী নজরুল।

No comments

Powered by Blogger.