লেখা পড়ে হাসতে মানা তার পরও সে হাসে, হাসির যেন বাঁধ ছুটেছে হাওয়ায় উড়ে ভাসে। হাসছো বেশ ভাল কথা দাঁত হবে না বের, ঠোট চিরেতো বের হলো দাঁত হাসলেও তো ঢের। হাসি কি আর যায়রে বাঁধা সবাই মিলে হাসি, হাসি-খুশি থাকাইতো আমরা ভালবাসী।
No comments