Header Ads

শিশু একাডেমীর বইমেলায় সর্বোচ্চ ক্রেতার জন্য পুরস্কার

সাহাদাত সাঈদ
বাংলাদেশ শিশু একাডেমীর বইমেলা থেকে সর্বোচ্চ বই ক্রয়কারী ১০ জন শিশু এবং সেরা ১০ স্কুলের ২ জন করে মোট ৩০ জন শিশুকে রাজধানীর ঐতিহাসিক স্থান ভ্রমণ করানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।

শনিবার বিকেল বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত শিশু বইমেলার সার্বিক পরিস্থিতি নিয়ে একান্ত আলাপচারিতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ শিশু একাডেমীতে অংশ গ্রহণকারী শিশু সংগঠক ও প্রকাশকদের সার্টিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হবে।

তিনি আরো বলেন, গত বছরের চেয়ে এবার মেলা ভাল হয়েছে। আমি আশাবাদী আগামিতে বাংলাদেশ শিশু একাডেমীর বইমেলাও, বাংলা একাডেমীর বইমেলার মত অনেক লোক সমাগম হবে।

তিনি বলেন, অল্প সময়ের মধ্য এ মেলার আয়োজন করতে পেরেছি এটাই আমার বড় সাফল্য বলে আমি মনে করি।

শিশু একাডেমীর পরিচালক বলেন, আমরা আমাদের স্বাধ্যানুযায়ী মেলার আয়োজন করেছি। এখন আমাদের পাশা পাশি যদি গণমাধ্যম গুলো একটু সহযোগীতা করে তাহলে মেলা আরো ভাল জমবে। মেলার চেহারা স্বাস্থ্য উজ্জল হবে।

মেলার সদস্য সচিব রেজিনা আক্তার বলেন, মেলার শিশুদের দোর ঘোড়ায় পৌঁছানোর জন্য আমরা নানা ধরনের প্রচারনা করেছি তার মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের ব্যবস্থাও করেছি। তার পাশা-পাশি শিশুদের অংশ গ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছি।

তিনি বলেন, আমি দেশের শিশুদের মা-বাবার প্রতি আহবান রাখবো আপনারা আপনার শিশুকে বইয়ের সাথে পরিচয় করিয়ে দিন তাহলে ভবিষ্যতে আপনার সন্তান সু-পথের পথিক হতে পারবে।

প্রকাশ:২২ মার্চ ২০১৪ ইং অর্থসূচক.কম
নিউজ লিঙাক: শিশু একাডেমীর বইমেলায় সর্বোচ্চ ক্রেতার জন্য পুরস্কার

No comments

Powered by Blogger.